Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ৩নং প: পৈলনপুর ইউনিয়ন পরিষদ

১। নাম- ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদ।

২। আয়তন- ৯ বর্গ কিলোমিটার।

৩। লোকসংখ্যা-  ১১৬০৫ জন।

৪। গ্রাম সংখ্যা- ২৬টি।

৫। মৌজার সংখ্যা- ১৪টি।

৬। হাট /বাজারের সংখ্যা- ১টি।

৭। উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থা- বাস অথবা সিএনজির মাধ্যমে।

৮। শিক্ষার হার-

৯। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৮টি।

১০। বে-সরকারী প্রাথামিক বিদ্যালয়ের সংখ্যা- ২টি।

১১। উচ্চ বিদ্যালয়- ২টি।

১২। মাদ্রাসা- ২টি।

১৩। মহিলা মাদ্রাসা-

১৪। দ্বয়িত্বরত চেয়ারম্যান- মকমদ আলী।

১৫। গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান-

১৬। ঐতিহাসিক পযটন স্থান-

১৭। ইউপি নতুন ভবন স্থাপিত কাল- ২০০৮ইং

১৮। নবগঠিত পরিষদের বিবরণ-

           শপথ গ্রহনের তারিখ:

            প্রথম সভার তারিখ: ১১/০৮/২০১১ইং

           মেয়াদ উত্তীর্নের তারিখ:

১৯। গ্রাম সমূহের নাম:

কিয়ামপুর, গলমোকাপন, জটিকোনা, বড়হাজী পুর, বল্লভপুর, দৌলতপুর, খয়ের পুর,মোবারকপুর,মশাখলা, মশাদিয়া, খারুকোনা, চাঁনপুর, আদম পুর, ঝমঝমিয়া, রামকৃষ্ণপুর, জাকির পুর, মস্তফা পুর, বকশীপুর, আলীপুর, ইশাগ্রাই, একামধু। 

২০। ইউনিয়ন পরিষদের জনবল:

      নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

      ইউনিয়ন পরিষদ সচিব: ১জন

      ইউনিয়ন গ্রাম পুলিশ : ১০জন।