অদ্য ২৯/০৯/২০১৩ইং রোজ রবিবার সকাল ১১ঘটিকার সময় স্থানীয় ৩নং পশ্চিম পৈলনপুর ইউ/পি কমপেলক্স ভবনের হলরুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া এর সভাপতিতেব ইউনিয়ন পরিষদের এক বিশেষ সভা অনুষ্টিত হয়।
সভার উপস্থিতি ও সাক্ষর পরিশিষ্ট ‘ক’ দ্রষ্টব্য
সভার আলোচ্য বিষয়
১/ এল জি এস পি ’ ব্যাংক হিসাব জনতা ব্যাংক সাদিপুর শাখা হইতে সোনালী ব্যাংক তাজপুর শাখায় স্থানান্তরিত প্রসঙ্গে।
২/বিবিধ ।
সভার সভাপতি উপস্থিতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার শুভ সূচনা করে সভাইকে জানান বিগত দিন গুলিতে এল জি এস পি সংক্রান্ত লেনদেন জনতা ব্যাংক সাদিপুর সিলেট শাখায় চলে আসছিল। কিন্তু সংশ্লিষ্ট দপ্তর এখন থেকে উক্ত লেনদেন সোনালী ব্যাংকের যে কোন শাখার মাধ্যমে সম্পন্ন করার কথা জানিয়েছেন।তাই অনতি বিলম্বে সোনালী ব্যাংকের যে কোন শাখায় ৩নং পশ্চিম পৈলনপুর ইউ/পি উন্নয়ন সহায়তা তহবিল শিরনামে একটি চলতি হিসাব খোলা আবশ্যক।
উপস্থিত সকলে সভাপতির বক্তব্য মনোযোগ সহকারে শ্রবন করেন । সোনালী ব্যাংক তাজপুর শাখায় ৩নং পশ্চিম পৈলনপুর ইউ/পি উন্নয়ন সহায়তা তহবিল শিরনামে একটি চলতি হিসাব চেয়ারম্যান ,সচিব,ও মহিলা সদস্যার যৌথ স্বাক্ষরে পরিচালনার সিদ্বান্ত গ্রহন সর্ব সম্মতিক্রমে গ্রহন করা হয়। সভার পক্ষ থেকে একটি হিসাব খোলার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়।
এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সভার পক্ষ থেকে সভার সভাপতিকে অনুরোধ জানানো হয়।
অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সকলকে আবারো ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস