Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
০৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নে নতুন ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু
বিস্তারিত

ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত নোটিশ

এতদ্বারা ০৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সম্মানিত সকল নাগরিকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ২২/০৮/২০১৯ ইং রোজ বৃহস্পতিবার হইতে ১২/০৯/২০১৯ ইং রোজ বৃহস্পতিবার পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করা হইবে। যাদের জন্ম ০১/০১/২০০৪ ইং এর পূর্বে হয়েছে, তারা তথ্য সংগ্রহকারীগণকে নিজ নিজ ডিজিটাল জন্ম সনদ অনুযায়ী সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হইল।
বি: দ্র:= আগামী ২২/০৯/২০১৯ ইং হইতে ২৩/০৯/২০১৯ ইং পর্যন্ত (০২) দিন ০৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদে নতুন ভোটারদের রেজিষ্ট্রেশন ও ছবি তোলা হইবে।

 

 
   

                                                                                                                                                  

 
 

অনুরোধক্রমে
মোঃ আব্দুল হাফিজ (এ মতিন)
চেয়ারম্যান
৩নং পশ্চিম পৈলনপুর ইউ/পি
থানা ও উপজেলা : ওসমানীনগর, জেলা : সিলেট

 

প্রকাশের তারিখ
07/08/2019
আর্কাইভ তারিখ
24/09/2019