পৈলনপুর ইউনিয়ন সংবাদ: 17/07/2019
সম্প্রতি বন্যায় সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ০৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বেশীরভাগ এলাকা প্লাবিত হয়ে মানুষ পানিবন্দি হয়ে আছে। এহেন পরিস্থিতিতে সরকার কর্তৃক নির্ধারিত ২.০০ (দুই) টন চাল অদ্য ১৭/০৭/২০১৯ ইং রোজ বুধবার ইউনিয়নের ০৫টি ওয়ার্ডে পানিবন্দি পরিবারের মধ্যে নৌকাযোগে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে বিতরণ করা হয়। উক্ত চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন: ইউ/পি চেয়ারম্যান জনাব আব্দুল হাফিজ (এ মতিন)। আরো উপস্থিত ছিলেন ০১ নং ওয়ার্ড সদস্য মোঃ রইছ উল্যা, ০৬ নং ওয়ার্ড সদস্য মোঃ সাহেন আহমদ, ০৭ নং ওয়ার্ড সদস্য মোঃ আছদ্দর আলী, ০৮ নং ওয়ার্ড সদস্য মোঃ আজিজুর রহমান, ০৯ নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল বশির, ইউ/পি সচিব জনাব অমিত সিংহ, ওয়ার্ড চকিদার, রহিম উল্যা, দুলাল আহমদ, বকুল ঘোষ, ইছহাক মিয়া, সমছু মিয়া, আবুল মিয়া, জিতেন নমসূত্র, আলাউদ্দিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউনিয়নের আরো ০৪টি ওয়ার্ডে এখনো কোন ত্রান পৌছেনি। সরকারের প্রতি ইউ/পি চেয়ারম্যান ও জনগণের দাবি হলো যে, উক্ত ইউনিয়নে যে পরিমাণ পরিবার বন্যাপ্লাবিত হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বা আছে, তাথে আরো ১০ (দশ)টন চাল প্রয়োজন। তাই যত তাড়াতাড়ি সম্ভব উক্ত ০৪টি ওয়ার্ড সহ অন্যান্ন ওয়ার্ডে ত্রাণ পৌছে দিতে সরকারের প্রতি সকলেই জোর দাবি জানিয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস