সদ্য বিদায়ী চেয়ারম্যান জনাব মকমদ আলী সাহেবের দায়িত্ব হস্থান্তর
বিস্তারিত
নিউজ আপডেট: গাজী আব্দুল বাতিন: উদ্যোক্তা, ৩ নং পশ্চিম পৈলনপুর ইউ/পি, গত ১০/০৮/২০১৬ ইং তারিখে ৩ নং পশ্চিম পৈলনপুর ইউ/পি ভবনে নব নির্বাচিত চেয়াম্যান জনাব আব্দুল হাফিজ {এ মতিন} সাহেবের হাতে ইউনিয়নের দায়িত্ব হস্থান্তর করেন সদ্য বিদায়ী চেয়ারম্যান জনাব মকমদ আলী সাহেব। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোস্তফা মিয়া । শাইখুল হাদীছ মাও. মুখলিছুর রহমান কিয়ামপুরী । জনাব রজব উল্লা, সভাপতি
৩ নং পশ্চিম পৈলনপুর ইউ/পি আওয়ামীলীগ । জনাব শামছুল ইসলাম. সচিব ৩ নং পশ্চিম পৈলনপুর ইউ/পি । মাও. গাজী মো. আব্দুল বাতিন। গাজী আব্দুল ওয়াজেদ পাপলু । আব্দুল বাছির মেজু । নানু মিয়া । হাবুতি মিয়া । মোক্তার আলী। সজ্জাদ মিয়া সহ আরো অনেক।